শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৯:৫০:৫২

নতুন প্রেমে মজেছেন নেইমার

নতুন প্রেমে মজেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার নতুন প্রেমে পড়েছেন। স্প্যাসিস গণমাধ্যমে ফলাও করে প্রচার করছে নেইমারে নতুন প্রেমিকার কথা। রাজিলের সুপার মডেল জেনি আনদ্রাদের সঙ্গে লুকিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি। মার্টিনেজ পেশায় একজন বক্সিং রিংয়েই হিসেবে পরিচিত। ব্রাজিলের সাও পাওলোর থেকে প্রকাশত ‘ভিআইপি ম্যাগাজিন’-এর দৃষ্টিতে জেনি আনদ্রাদে বর্তমানে ব্রাজিলের ‘দ্য পারফেক্ট গার্লফ্রেন্ড’।

তবে বিয়য়টিকে কোন গুজব নয় তার প্রমাণ স্বয়ং নেইমারের টুইট বার্তা। সেখানে মার্টিনেজের দুটি ছবি পোস্ট করেছেন নেইমার।

নেইমারের সঙ্গে তার সম্পর্কের কথা প্রথম জানা যায় গত বছর শেষের দিকে। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে একটি ম্যাচ দেখতে হাজির ছিলেন তিনি। বার্সেলোনার জার্সি পরে ছবিও তুলেছিলেন অনেকগুলো। পরে নেইমারের সঙ্গেও ছবি তোলেন।
২৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে