স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে এবি ডি ভিলিয়ার্সকে স্থায়ীভাবে মনোনীত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শুক্রবার জোহানেসবার্গে বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবি ডি ভিলিয়ার্স অধিনায়ক হিসেবে আগামী আগস্টে নিউজিল্যান্ড সফরেই প্রথম দায়িত্ব পালন করবেন তিনি। এ সিদ্ধান্তে দারুণ খুশি ভিলিয়ার্স বলেন, দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পাওয়ায় আমি গর্বিত। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট নেতৃত্ব করে ছিলেন এবি ডি ভিলিয়ার্স।
২৯ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস