শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১০:৩৪:১৩

‘আমি কখনই দেশকে বিক্রি করিনি’

 ‘আমি কখনই দেশকে বিক্রি করিনি’

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজীবন নিষেদাজ্ঞায় পড়েন পাকিস্তানি খেলোয়াড় দানিশ কানেরিয়া। তবে বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেই দিনকাল পার হচ্ছে তার।

তবে ৩৫ বছর বয়সী এই লেগ স্পিনার মনে করেন, এখনো সুযোগ রয়েছে তার। তার মতে শীঘ্রই শেষ হবে তার এই দুঃসময়ের। পাকিস্তানের শীর্ষ স্থানীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

বললেন, 'ভগবানের প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমার সাথে যা হচ্ছে তা শীঘ্রই শেষ হবে।'

কানেরিয়ার মতে, আদালতে তার বিরুদ্ধে যা প্রমাণ হিসেবে দাখিল হয়েছে তা অসম্পূর্ণ। কিন্তু এরপরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার আজীবনের জন্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

 

বললেন, 'আমার বিরুদ্ধে সঠিক কোনো প্রমান নেই। যদি কোনো কিছু থাকতোই তবে এসেক্স পুলিশ আমাকে কেনো আমাকে ছেড়ে দিল? আমি ইংল্যান্ডে তদন্তের সম্মুখীন হয়েছি। সেখানে তারা কোনো সুনির্দিষ্ট প্রমান পায়নি। তবে কেন এই আজীবন নিষেধাজ্ঞা।'

 

সেই সাথে তিনি এও অভিযোগ করেন, 'যদি পাকিস্তান ও ইংল্যান্ড বোর্ডের কাছে আমার বিরুদ্ধে প্রমান থাকেই তবে তারা কেন জনসম্মুখে প্রকাশ করছে না?'

 

কানেরিয়ার মতে, ইংল্যান্ড বোর্ড তার সাথে ন্যায্য আচরণ করেনি। বললেন, 'ইসিবি আমার সাথে ন্যায্য আচরণ করেনি। তারা আমাকে বলির পাঠা বানিয়েছে।'

 

এদিকে, দানিশ সব চেয়ে বেশি হতাশ হয়েছেন পিসিবির আচরণে। বললেন, 'কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে পিসিবির আমাকে সাহায্য করার কথা ছিল। কিন্তু আমাকে বলা হলো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং আমি যেনো এটা ব্যক্তিগত ভাবে ডিল করি। পিসিবির এহেন আচরণ ছিলো আমার জন্য বড় হতাশার।'

 

তবে তিনি চান তার নাম থেকে সমস্ত অপবাদ ঝেড়ে ফেলতে। তার মতে, তিনি কখনো চাননি দেশের ভাবমূর্তি নষ্ট হোক।বললেন,'আমি চাই, আমার নাম থেকে এই অপবাদ ঝেড়ে ফেলতে। আমি সর্বদাই দেশকে বুকে ধারণ করেছি। আমি কখনো পাকিস্তানকে বিক্রি করিনি। এমনকি কখনো চিন্তাও করিনি যে দেশের অবমাননা হোক।'

১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেট নিয়েছেন যথাক্রমে ২৬১ ও ১৫টি। সূত্র : ডন

২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে