স্পোটর্স ডেস্ক : অস্ট্রেলিয়ায় মহেন্দ্র সিংহ ধোনির ডাবল ধামাকা। স্যার ডনের দেশে নতুন রেকর্ড রাঁচির রাজপুত্রের। উইকেটরক্ষক হিসেবে স্টাম্পিংয়ের বিশ্বরেকর্ড গড়লেন মাহি।
উইকেটরক্ষক হিসেবে স্টাম্পিংয়ের বিশ্বরেকর্ড গড়লেন এমএস। শুক্রবারই টি-২০ সিরিজ জিতে নিয়েছে ধোনির ভারত। রবীন্দ্র জাদেজার বলে জেমস ফকনারকে স্টাম্পড করার সঙ্গে সঙ্গেই ধোনির কেরিয়ারে স্টাম্পিংয়ের সংখ্যা দাঁড়াল ১৪০। ১৩৯ টি স্টাম্প করে আগে রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার উইকেটকিপার কুমার সাঙ্গাকারা। এদিন ধোনি তাকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়লেন।
শুক্রবারটা ছিল ধোনির লাকিডে। এদিন টি-২০ সিরিজ জয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও রেকর্ড গড়ে ডাবল ধামাকার জন্ম দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি