স্পোর্টস ডেস্ক : খেলার জগতে এদের খ্যাতি আকাশছোঁয়া। তবে শুধু খেলাতেই নয় এ দের রূপের টানেও মেতে আছে গোটা দুনিয়া। যাদের শুধু খেলার মাঠে নয়, যাদের আগমনেই ভক্তদের হৃদয়ে ঝড় উঠে। তেমনি ৬ জন সুন্দরী খেলোয়াড় সম্পর্কে জানুন। ছবি অনুসারে নাম ও পরিচিতি।
ইউজিন বুশার্ড: কানাডার এই সুন্দরী টেনিস তারার বর্তমান র্যাঙ্কিং ৩৭।
লিন্ডসে ভন: মার্কিন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যালপাইন স্কাই রেসার।
মার্তা মেনেগাত্তি: ইতালীয় বিচ ভলিবল সুপারস্টার
কিরা কোপরি: ফিনিশ ইউরোপ চ্যাম্পিয়ন স্কেটার।
লেরিন ফ্রাঙ্কো: এই প্যারাগুয়েন মডেল চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার।
সু ইয়েন লি : দক্ষিণ কোরিয়ার তারকা টেবিল টেনিস প্লেয়ার।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি