শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৫:১৫:০৪

জয়ের পর টি–২০ বিশ্বকাপ নিয়েও বললেন ধোনি

জয়ের পর টি–২০ বিশ্বকাপ নিয়েও বললেন ধোনি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফর যতই এগোচ্ছে ততই বল হাতে ধারালো হয়ে উঠছেন ভারতীয় বোলাররা। উইকেট নেওয়া ছাড়াও, গুরুত্বপূর্ণ সময়ে রানের গতি কমিয়ে দিয়ে ছিনিয়ে নিচ্ছেন জয়। শুক্রবারও তার ব্যাতিক্রম হল না। ব্যাটসম্যানরা বরাবরের মতো দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেওয়ার পর বল হাতে ভেলকি দেখালেন বোলাররা।

যেকারণে সাংবাদিক বৈঠকে এসে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও প্রশংসায় ভরিয়ে দিলেন বোলারদের। বললেন, ‘অধিনায়ক হিসেবে আমি সবথেকে খুশি এই ভেবে যে স্পিনার বা পেসারা, দু’জনেই মাঠে নিজেদের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাচ্ছে। আমি বারবার বলেছি লাইন–লেংথ ঠিক রাখতে। কারণ, রান হওয়ার সময় পরিকল্পনা টিক না থাকলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা।’

তবে ধোনি এদিন স্বীকার করে নিয়েছেন, টি–২০ তে ৩০ গজের বাইরে ৫ পিল্ডার রাখার সিদ্ধান্ত সাহায্য করছে স্পিনারদের। ‘যেভাবে একদিনের ম্যাচে নিয়ম রয়েছে, সেভাবে ৫ ফিল্ডার বাইরে থাকায় বোলাররা উপকৃত হচ্ছে। আমি পারতপক্ষে প্রথম ৬ ওভারে স্পিনারদের দিই না। কারণ, ফাস্ট বোলাররা রান খেয়ে যাওয়ার পর স্পিনাররা বল করতে এসে কার্যকরী হয়ে ওঠে,’ বলেন ধোনি।

সঙ্গে যোগ করেন, ‘আজ হার্দিকের ওভারে ক্রিস লিনের উইকেটটাও ছিল গুরুত্বপূর্ণ। ডেথ বোলিংয়ে যেরকম জসপ্রীত বুমরা ভাল বল করেছে, ইয়র্কার দিয়েছে। ডেথ ওভারে এটাই দরকার।’ এদিন শেন ওয়াটসনের রিটার্ন ক্যাচ অসাধারণ রিফ্লেক্সের মাধ্যমে ধরে ফেলেন জাদেজা। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়।

ধোনিও সেই ক্যাচের মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘অসাধারণ ক্যাচ। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচটা নিয়েছিল জাদেজা। কমেন্টেটররা ঠিকই বলেন, ক্যাচই ম্যাচে জেতায়।’ অস্ট্রেলিয়ায় সিরিজ তো জেতা হল। কিন্তু আগামী দিনে এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো কঠিন‍ টি–২০ টুর্নামেন্ট রয়েছে ভারতের সামনে। সেখানে কী এই দলই থাকবে? ধোনি অবশ্য এই নিয়ে বিস্তারিত কিছু বললেন না।

শুধু জানিয়ে রাখলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। টি–২০ বিশ্বকাপ দ্বিপাক্ষিক সিরিজ নয়, তাই দলে পরিবর্তন হতেই পারে। সবরকম অবস্থার কথা মাথায় রেখে আমাদের দল নির্বাচন করতে হবে। কারণ, একবার নির্বাচন হয়ে গেল, পরে পরিবর্তন করা সুযোগ নেই।’

দলে প্রত্যাবর্তন ঘটলেও এখনও ব্যাট করার সুযোগ পাননি যুবরাজ সিং। আগামী ম্যাচে কোনও পরিবর্তনের ভাবনা রয়েছে ভারত অধিনায়কের? ‘আমি তো যুবরাজ আর পান্ডিয়াকে ব্যাটিং করতে দেখতে চাই। কিন্তু ওরা তো সুযোগই পাচ্ছে না। বিরাট, ধাওয়ান, রোহিত সবাই ফর্মে। আমি চাই, ওরা সুযোগ এলে সেটা কাজে লাগাক,’ উত্তর ধোনির।

ভারতের এই জয়ে সবথেকে বেশি অবদান যার, যিনি সবথেকে বেশি খুশি হবেন, তিনি বিরাট কোহলি। মঙ্গলবারের পরে শুক্রবারেও দলের জয়ের ভিত গড়ে দেন বিরাট। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে তার জয়গাঁথা আরও একবার রচিত হল।

এদিন ম্যাচের পর বললেন, ‘আমি অস্ট্রেলিয়ায় আসতে ভালবাসি। এখানকার পিচে পেস, বাউন্স রয়েছে। এই চ্যালেঞ্জটা নিতে ভাল লাগে। এখানকার দর্শকরাও অসাধারণ, অনেকটা ঘরের মাঠের মতোই। আমি খুব খুশি কারণ দলের গুরুত্বপূর্ণ সময়ে আমি অবদান রাখতে পেরেছি।’

হেরে গিয়ে ভারতীয় স্পিনারদের প্রশংসা করলেন বিপক্ষ ব্যাটসম্যান শেন ওয়াটসন। ‘খুব বড় লক্ষ্যমাত্রা ছিল। ওদের স্পিনাররা অনেক বেশি টি–২০ খেলে। তাই অনেক দক্ষ। স্পিন হবে না এমন পিচেও ওরা স্পিন করাতে পারে,’ বলেছেন ওয়াটসন। এদিন হ্যামস্ট্রিংয়ে টান লাগায় রান নিতে গিয়ে আউট হয়ে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে আগামী ম্যাচে ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে দলে ঢুকলেন উসমান খোয়াজা।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে