শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৯:৫৩

পাকিস্তানের অতিমানবীয় বোলিং, পিষ্ট হচ্ছে কানাডা

পাকিস্তানের অতিমানবীয় বোলিং, পিষ্ট হচ্ছে কানাডা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অপর নাম সবারই মুখস্ত। আর ফের পাকিস্তানকে স্বরুপে দেখা গেল খেলার মাঠে। বিশ্বকাপের আসর বলে কথা। কাউকে ছাড় দেয়ার যায়গা নয় এই ফরমেট।

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের আসর। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা। আনপ্রিডেকটিবল পাকিস্তান কানাডার বিপক্ষে জয় পাবে এটাই স্বাভাবিক।

তবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দেখা গেল পাকিস্তানের অতিমানবীয় বোলিং অ্যাটাক। আর তাতে পিষ্ট হচ্ছে কানাডা। সর্বশেষ রিপোর্টে ১০ ওভার খেলা শেষে কানাডার সংগ্রহ মাত্র ২৯ রান। এখন পর্যন্ত টানা বল করে যাচ্ছেন সিয়াম গুল ও হাসান মহসিন।

মূল ওপেনারকে হারিয়েছে কানাডা। অন্য দুই ব্যাটসম্যান উইকেটে টিকে আছেন বটে। কিন্তু ব্যাটে হাহাকার। রানের দেখা নেই। পাকিস্তান গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় পায়।

কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখতে চায় দলটি। বি গ্রুপে সেরা দল হওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। শনিবারের ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তবে এই যাত্রা সহজ হবে পাকিস্তানের জন্য।

ফলাফলটা এমন হলে বি গ্রুপে তুমুল লড়াই হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে