স্পোর্টস ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের ওভাল মাঠে। এই ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া স্কোর বোর্ডে ৪৬৯ রান তুলেছিল। আজ, তৃতীয় দিনে, ভারত তার প্রথম ইনিংসে ২৯৬ রান তুলেছিল।
এ সময় অজিঙ্কা রাহানে খেলেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস। যা দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরও ছিল। এই ইনিংসের পরে সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির গলায় অজিঙ্কা রাহানের প্রশংসা শোনা গিয়েছে।
সৌরভ বলেছেন, ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালের তৃতীয় দিনে প্রত্যাবর্তনের জন্য অজিঙ্কা রাহানে অত্যন্ত গর্বিত হবেন। রাহানে, যিনি ১৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন, দলের খারাপ শুরুর পরে একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন।
ব্রডকাস্টারের সঙ্গে কথোপকথনের সময় সৌরভ বলেছিলেন, ‘সে (অজিঙ্কা রাহানে) ১৮ মাস ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ফিরে আসা এবং ভালো করা সহজ নয়। আমি এটা সন্ত্রস্ত মনে হয়।’
দাদা বলেন, ‘অতীতে অনেক প্রত্যাবর্তন হয়েছে কিন্তু এত দীর্ঘ সময়ের পরে এমন প্রত্যাবর্তন কখনও হয়নি। তিনি দুর্দান্তভাবে ফিরে এসেছেন। অন্য প্রান্তে উইকেট পতন সত্ত্বেও তিনি কঠিন লড়াই করেছেন। তিনি এখন পর্যন্ত যা করেছেন তাতে তিনি খুব গর্বিত হবেন।’
সৌরভ যখন বিসিসিআই সভাপতি ছিলেন, তখন টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েছিলেন অজিঙ্কা রাহানে। এরপরে, রাহানে হাল ছাড়েননি এবং আইপিএলে শক্তিশালী পারফরম্যান্স দিয়ে টিম ইন্ডিয়াতে ফিরে আসেন। ফিরে আসার পর, সৌরভই এখন রাহানের প্রশংসা করেন।
ম্যাচ চলাকালীন ধারাভাষ্য করছিলেন সৌরভ এবং এই সময় তিনি রাহানের প্রশংসা করে বলেন, ‘অজিঙ্কা রাহানে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার সাহস আছে, সে জানে কীভাবে লড়াইয়ে ফিরে আসতে হয়।’
সৌরভ আরও বলেছেন, ‘আপনি এই পিচে ব্যাট করতে পারবেন, রাহানেকে অনেক কৃতিত্ব, তিনি দুর্দান্ত এবং শার্দুল ঠাকুরও ভালো করেছেন। ভারতের হয়ে ভালো ব্যাটিং করেছেন। এটা ভারতের জন্য ভালো লড়াই।’