শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১২:০৭:০২

‘সাকিব ভাই টাকা লাগবো না, ফুলটা নিয়া দেশের জন্য একটা ছক্কা মাইরেন’

‘সাকিব ভাই টাকা লাগবো না, ফুলটা নিয়া দেশের জন্য একটা ছক্কা মাইরেন’

আরিফুর রাজু: বাংলাদেশ জাতীয় দলের প্রাণ ভোমরা সাকিব আল হাসান। ব্যাট-বলে সমান তালে জ্বলে উঠতে পারদর্শী দেশ সেরা এই অলরাউন্ডার। দেশের মাটিতে কিংবা দেশ-বিদেশের ঘরোয়া লিগে নিজের পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেটীয় ব্যান্ডে পরিণত হয়েছেন তিনি।

দলের এবং দেশের জন্য সাকিব যে নিবেদিত প্রাণ তা লক্ষ্য করা যায়  দেশের প্রথম সারির একটি রেডিওতে দেয়া তার সাক্ষাৎকার দেখে।

ওই অনুষ্ঠানটিতে সাকিব এসেছিলেন ভক্তদের তার জীবনের গল্প শুনতে। তিনি তার জীবনের অজানা নানা বিষয়ে বলতে বলতে এক পর্যায়ে শেয়ার করেন ফুল বিক্রেতা এক তরুণীর গল্প।

সাকিব বলেন, আমি আর শিশির গাড়ি করে বাসায় ফিরছিলাম। এমন সময় এক ফুল বিক্রেতা এসে আমাকে ফুল নিতে বলে। ভাংতি না থাকায় আমি ফুল নিতে অনিচ্ছ্বা প্রকাশ করি। কিন্তু তাৎক্ষণিকই সেই মেয়েটি আমাকে বলে উঠে সাকিব ভাই টাকা লাগবো না এই ফুলটা নেন।আর ফুলটার বিনিময়ে দেশের জন্য শুধু একটা ছক্কা মাইরেন। তাইলে আমি মনে করমু আপনে আমারে টেকা দিয়া দিছেন!’

সাকিব কান্না জড়িত কন্ঠে বলতে থাকেন, ‘এই ঘটনাটা যখনই মনে করি তখনই আমার চোখে পানি চলে আসে। মাঠে খেলার শুরুতে আমি এই ঘটনাটা মনে করার চেষ্টা করি। আমাকে একটা ফুলের দাম শোধ করতে হবে, আমাকে একটা হলেও ছক্কা মারতে হবে!’

তখন সাকিব ওই ফুল বিক্রেতা শিশুর দেশ প্রেম দেখে অঝোরে কাঁদতে থাকেন।

এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে