শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১২:৪৬:১৭

দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন লিগে কেমন খেললেন লারা-রাজ্জাকরা?

দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন লিগে কেমন খেললেন লারা-রাজ্জাকরা?

স্পোর্টস ডেস্ক : বিভিন্ন দেশের সাবেক বড় বড় তারকারা এখন খেলছেন মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে। ক্রিকেটের ধন্যভূমি আরব আমিরাতে মাঠের লড়াইয়ে নামে গ্রেট ক্রিকেটার আবদুর রাজ্জাক, ব্রায়েন চার্লস লারা, হার্সেল গিবসসহ অনেক মুখরোচক নাম।

শুক্রবার রাতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় আরব আমিরাতের দুবাইয়ে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে লড়াই হয় ক্যাপরিক্যান কমান্ডারস ও লিও লায়নের মধ্যে।

টস জিতে ব্রায়েন চার্লস লারার লিও লায়ন ব্যাট হাতে নেন। শুরুতে ব্যাট করতে নামেন মার্শাল ও হার্সেল গিবস। ৮ ওভার খেলা শেষে লারাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান।

দলের পক্ষে সর্বোচ্চ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জোহান বোথা। অলরাউন্ডার বোথা করেন সর্বোচ্চ ৪২ রান। ব্যাটে অনেকেই ভালো করেন। কেউ কেউ আবার পরাস্ত হন। তবে ব্যাট হাতে একক ণৈপুন্য ছিল না কারও।

ক্যাপরিক্যানের প্যাটেল ও ক্লিনভেলডিট পান দুটি করে উইকেট। চন্দনা ও রাজ্জাক পান একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নামে কলিংউডের লিও লায়ন।

ওপেনিং করেন প্রিন্স ও সাইমন্ডস। এই জুটিতেই ভালো সংগ্রহ পায় ক্যাপরিক্যান।। কিন্তু ব্যক্তিগত ৩৪ রানে প্রিন্স ও  ২১ রানে সাইমন্ডস বিদায় নিলে প্রতিপক্ষের বোলিংয়ের বিপক্ষে সঠিক প্রতিবাদ গড়ে তুলতে পারেনি রাজ্জাকরা।

অন্যদের মধ্যে দলীয় অধিনায়ক কলিংউড সর্বোচ্চ ২১ রান করে। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ক্যাপরিক্যানের সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান। ফলে জয় নিশ্চিত হয় লারাদের।

ওয়েস্ট ইন্ডিজের ফেডেল এডওয়ার্ডস লিওয়ের জয়ে ভুমিকা রাখেন। তিনি সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। অন্যদের মধ্যে স্টাইরিশ ২টি, বোথা ও স্টিক ১টি করে উইকেট পান।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে