স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবা ক্রিকেট পরাশাক্তি অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে নয়। এবার বাইরের ঘটনায় আলোচনায় এলেন ভারত টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের সিক্স-প্যাক সমৃদ্ধ সেলফি পোস্ট করে ভক্তকূলে আলোচনায় এলেন তিনি।
শোনা যায় গত বেশ কয়েক দিন ধরেই নাকি সিক্স প্যাকের পিছনে পড়েছিলেন বিরাট। নিয়মিত জিম তো বটেই, খাদ্য রসিক বিরাট খাওয়া দাওয়ায় এনেছেন বেশ পরিবর্তন। আর অবশেষে নিজেকে ফিরে পেলেন নতুন রুপে।
এই ছবি ইনস্টাগ্রামে আসার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই ‘লাইক’-এর সংখ্যা ৭৫ হাজার ছা়ড়িয়েছে।
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর