স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের কাবুলের ৫ বছর বয়সী সেই ক্ষুদে ভক্তের সঙ্গে শিগগিরই দেখা করবেন লিওনেল মেসি। সংবাদসংস্থা ‘এএফপি’কে বিষয়টি জানিয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ফুটবল ফেডারেশনও।
যুদ্ধবিধ্বস্ত কাবুলের ৫ বছর বয়সী ওই শিশুর মেসি-ভক্তি দেখে অবাক হয় গোটা বিশ্ব। গরীব পরিবাবের জন্ম হওয়ায় আর্জেন্টাইন তারকা মেসির জার্সির কেনার ইচ্ছে হলেও তা কিনে দিতে পারেনি শিশুটির পরিবার। তাই অবশেষে বোন প্লাস্টিকের ব্যাগ কেটে মুর্তজা নামক শিশুটিকে আর্জেন্টিনার জার্সি বানিয়ে দেন এবং অবশেষে মেসির জার্সি নাম্বার লিখে দেন। পরবর্তীতে ছেলেটির ওই জার্সি পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেন তার চাচা। এবং তা মুর্হুতেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তা দেখে অনেকে বলতে থাকেন, পৃথিবীতে মেসির সবচেয়ে বড় ভক্ত এই ছেলেটি। আফগানিস্তানের ওই ছেলেটির ভালবাসার কথা পৌঁছে গেছে মেসির কানেও।
মেসিও ভালবাসার মূল্য দিতে যাচ্ছেন অবশেষে। তার বাবা হোর্হে মেসি এএফপি’কে বলেন, ‘আমরা আফগানিস্তানের কাবুলের ওই শিশুটির ছবি দেখেছি এবং বিষয়টি মেসিকে জানিয়েছি। এখন আমরা ছেলেটির জন্য কিছু করতে চাই।’
এ কথার সত্যতা দিয়ে আফগানিস্তান ফুটবল ফেডারেশন জানায়, ‘ছেলেটির সঙ্গে দেখা করার জন্য মেসির পক্ষে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও তার দেখা করার দিনক্ষণ নির্ধারিত হয়নি। মেসি আফগানিস্তানের আসবেন নাকি ছেলেটি স্পেনে যাবে সে বিষয়ও এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে মেসির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হযেছে।’
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর