সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৮:৫৬

‘ক্রিকেটবিশ্বে এখন সেরা পেস বোলিং আক্রমণ মাশরাফির দলে’

‘ক্রিকেটবিশ্বে এখন সেরা পেস বোলিং আক্রমণ মাশরাফির দলে’

স্পোর্টস ডেস্ক: দেশের অন্যতম সেরা ফাস্ট বোলার বলা হয় রুবেল হোসেনকে। কিন্তু ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে প্রায় ৬ মাস হতে চললো। তবে, নিজেকে সম্পূর্ণ ফিট করে জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া রুবেল। কিন্তু তার আগে টাইগার রুবেল জানালেন অন্য কথা। সদ্য বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারের রুবেল হোসেন জানিয়েছেন, ক্রিকেটবিশ্বে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন অন্যতম সেরা।

ভারতে অনুষ্ঠিতব্য হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বাংলাদেশের ইতিবাচক ফলাফলে পেসাররা ভূমিকা রাখবে বলে বিশ্বাস রুবেলের। তাই আসন্ন এই টুনামেন্ট বল হাতে গতির ঝলক দেখিয়ে টাইগারদের জয়ে অবদান রাখতে চান রুবেল।

ইনজুরির কারণে গেলো কয়েকটি সিরিজে টাইগারদের হয়ে খেলতে পারেন নি রুবেল। সদ্যশেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না তিনি। এমন কী, রুবেল হোসেন নিয়মিত ছিলেন না এবারের বিপিএলেও। তবে মাঠে ফিরতে মরিয়া দেশের অন্যতম সেরা এই ফাস্ট বোলার।

ক্রিকেটবিশ্বে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং বিভাগটা স্পিন নির্ভর বলেই পরিচিত। কিন্তু, গত বছর বিশ্বকাপে সেই পরিচিতি পাল্টে দিয়েছে পেসারদের সাফল্য। বিশ্বকাপের মঞ্চে মাশরাফি, রুবেল, তাসকিনদের ম্যাচ উইনিং পারফরম্যান্স সবার নজর কাড়ে। সেই ধারায় ঘরের মাঠে কাটার মাস্টার মুস্তাফিজের বিস্ময়কর বোলিং মুগ্ধ করেছে ক্রিকেট দুনিয়াকে।

এছাড়াও, আল আমিনের বৈচিত্র্যময় পেস বোলিংয়ের সাথে বিপিএল'র আবিষ্কার আবু হায়দার রনির উঠে আসা। সব মিলে সমৃদ্ধ পেস অ্যাটাক বাংলাদেশের। এমনটাই মানছেন মাঠের ক্রিকেট যোদ্ধা স্বয়ং রুবেল হোসেন।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে