সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৩:৫২

১৩৯ বছরের ইতিহাসে যা কেউ পারেনি সেটা করেছেন ধোনি

১৩৯ বছরের ইতিহাসে যা কেউ পারেনি সেটা করেছেন ধোনি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে দুর্দান্ত ও দাপুটে এক টিমের নাম অস্ট্রেলিয়া। ঘরের মাঠে তারা সব সময় ছিল অপ্রতিরোধ্য। ২০১৫ সালেও দাপটের কোনো শেষ ছিল না অসিদের।

নিজেদের মাটিতে কোনো টিম ১৩৯ বছরে যেটা করতে পারেনি সেটা করে নজির সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট টিম।

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে কোনো টিম হোয়াইট ওয়াশ করতে পারেনি এতদিন। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া মোট হেরেছে ২৫ টি ম্যাচ।

আর হোয়াইট ওয়াশ হয়েছে একটি সিরিজে। সেটা ভারতের বিপক্ষে। দুইদিন আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয় অস্ট্রেলিয়া।

দেশের মাটিতে ১৩৯ বছরের মধ্যে এটাই প্রথম। সবটুকু কীর্তিত্ব দেয়া হচ্ছে ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।

যখন ধোনির পদত্যাগের জন্য সরব হয় ভারতীয় ক্রিকেটের অনেক মোড়ল। তখন ধোনি ক্রিকেট দিয়েই জবাব দিলেন তার সমালোচকদের।

উল্লেখ করার মত ১৯৭৮-৭৯ সালে খুবই বাজে পারফর্ম করেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে তারা সেবার ৫-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল।

এতদিন যাবৎ এটাই ছিল দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বড় হার। তবে এখন অসি বধের বড় দাপটটি ভারতের দখলে।

ইনজামাম, ব্রায়েন লারা, ক্লাইভ লয়েন, গ্রায়েম স্মিথরা যেটা করতে পারেননি সেটা করতে পেরেছেন মাহেন্দ্র সিং ধোনি। দেশের মাটিতে বন্দনায় ভাসছেন ধোনি।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে