স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরে মাঠে রিয়াল মাদ্রিদের সেরা তারকা রোনালদোর কাছে পাত্তা পেলো না এস্প্যানিয়লের কোনো খেলোয়াড়। রোনালদোর হ্যাটট্রিক এবং জেমস রড্রিগেজ, করিম বেঞ্জিমা, ডুআর্তে আত্মঘাতী গোলে হার মানতে হয়েছে এস্প্যানিয়ল। এদিন এস্প্যানিয়লের বিপক্ষে দুরন্ত হ্যাটট্রিক করে দলকে ৬-০ গোলের বড় জয় এনে দেন জিদানের শিষ্যরা।
রোববার গভীর রাতে খেলার শুরুর ৭ মিনিটেই জেমস রড্রিগেজের দুরন্ত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন করিম বেঞ্জিমা৷ এরপর ৫ মিনিট পর সি আর সেভেন পেনাল্টি থেকে তাঁর প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন৷ এর চার মিনিটের ব্যবধানে আবারও গোল করেন রড্রিগেজ। এরপর বিরতির ঠিক আগে আবারও দক্ষতায় পরিচয় দেন রোনালদো। অথ্যাৎ দলের চতুথ গোল এবং নিজের দ্বিতীয় গোল করেন রোলনাদো।
বিরতি থেকে ফিরে নির্ধারিত সময়ের আগে দুরন্ত হেডে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন রোলনাদো। সেই সঙ্গে রিয়ালকে ৫-০ গোলে এগিয়ে দেন৷ এর ঠিক চার মিনিট পরে এস্প্যানিয়লের খেলোয়াড় ডুআর্তে আত্মঘাতী গোল করেন৷ ফলে ৬-০ গোলে ম্যাচটি জিতে নেয় রিয়াল মাদ্রিদ৷ এর আগে প্রথম লেগে রোনালদোর পাঁচ গোলের সৌজন্যে ঘরের মাঠে ৫-০ গোলে হারে এস্প্যানিয়ল৷
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস