সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩২:০৫

বিশ্বকাপে আবারো জয় কুড়ালো ভারত

বিশ্বকাপে আবারো জয় কুড়ালো ভারত

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সোমবার নেপালকে ৭ উইকেটে হারিয়ে চলমান টুর্নামেন্টে আবারো জয় কুড়ালো ভারত। ‘ডি‘ গ্রুপে নিজেদের তিন ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে তালিকার শীর্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দল।

সোমবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ভারত অনূর্ধ্ব-১৯ অধিনায়ক ইশান কিষান। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত ৪৮ ওভারে ১৬৯ রান করে নেপাল৷

জবাবে প্রায় ৩০ ওভার বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারতীয় যুবরা। এদিন  ভারতীয় দুই ওপেনার রিষভ পান্ত ও অধিনায়ক ইষান কিশানের ঝোড়ো অর্ধ-শতরানে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।  
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে