সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩২:২৪

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা, স্কোয়াডে চমক

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা, স্কোয়াডে চমক

স্পোর্টস ডেস্ক : আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অসংখ্য তারকাদের দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দলে রয়েছেন চমকের পর চমক।

দীর্ঘদিন নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন ব্যান্ডন ম্যাককালাম। বিশ্বকাপ ইস্যুতে আলোচনায় এসেছেন এই বিশ্বতারকা ব্যাটসম্যান। এক নজরে দেখে নিন নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিল গাপটিল, মিচেল ম্যাকক্লেনেগান, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।

কয়েকদিন আগে ক্রিকেট বিশ্বকে বিদায় জানান ব্রান্ডন ম্যাককালাম। ২০১৫ বিশ্বকাপে চমক দেখানো ম্যাককালাম বিশ্বকাপের কয়েকদিন আগে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড কম চেষ্টা করেনি তাকে নিয়ে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলারও আগ্রহই নেই এই নক্ষত্রের। ম্যাককালামের সরে যাওয়ায় কেন উইলিয়ামসনকে দলপতি করে দল ঘোষণা দেয় দেশটির ক্রিক্রেট বোর্ড।

৩ জন স্পিনার নেয়া দয়েছে দলে। বর্তমানে চিকিৎসাধীনথাকা টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনগান ও ব্যাটসম্যান রস টেইলকেও রাখা হয়েছে দলে। এ বিষয়ে ব্যাখ্যা দেন দলের কোচ।

কিউ টিমের কোচ মাইক হেসন এ বিষয়ে বলেছেন, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠার সম্ভাবনা রয়েছে তাদের প্রত্যেকের। ৩ স্পিনারের বিষয়ে বলেন, ভারতীয় উপমহাদেশের কথা মাথায় রেখে এটা করা রয়েছে।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে