সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০০:০৯

ক্রিকেটে নতুন শট আবিষ্কার, শুনলে অবাক হবেন

ক্রিকেটে নতুন শট আবিষ্কার, শুনলে অবাক হবেন

স্পোর্টস ডেস্ক: যারা ক্রিকেট খেলা দেখেন তারা সকলেই হেলিকপ্টার শট, সুইচ হিট কিংবা খাটো লেন্থ এবং ফোরহ্যান্ড শটের নাম শুনেছেন। কিন্তু এবার এমন একটি শটের নাম শুনবেন যার নাম আগে কখনো ক্রিকেটাঙ্গনে কেউ শুনেন নি। এই শটের আবিষ্কারক হলেন ইংল্যান্ড যুব ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান অ্যানুরিন ডোনাল্ড।


রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ইংল্যান্ডের ইনিংসের ৪৩তম ওভারের ঘটনা। জিম্বাবুয়ের পেসার কুন্দাই মাতিগিমুর মুখোমুখি অ্যানুরিন ডোনাল্ড। অফস্টাম্পের বেশ বাইরে ‘স্লোয়ার’ করেছিলেন মাতিগিমু। ক্রিকেট বিশ্লেষকেরা তার এই নতুন শটের  নাম রেখেছেন ‘স্কুপিং স্ল্যাপ’ শট।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে