সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৭:৩৯

‘কোয়ার্টার ফাইনালে আমরা বাংলাদেশকে বিদায় করব’

‘কোয়ার্টার ফাইনালে আমরা বাংলাদেশকে বিদায় করব’

 

 

 


স্পোর্টস ডেস্ক : এশিয়ার পুচকে দেশ নেপালের সাথে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে বাংলাদেশের দেশের। এ গ্রুপ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে পয়েন্টের টনাটানিতে ভারত নয় নেপাল হতে পারে বাংলাদেশের প্রতিপক্ষ।

ডি গ্রুপে থাকা নেপাল আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে দেয় নেপাল। দুর্দান্ত পারফর্ম করা এই নেপালের এক ক্রিকেটার কথা বলেন বাংলাদেশের প্রসঙ্গে।

এই তরুণের নাম আরিফ শেখ। তিনি বাংলাদেশকে মোটেও ভয় করে কথা বলেননি। তিনি বলেছেন, আমরা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়েছি এর আগে।

নেপালের এই ব্যাটসনম্যান বলেন, নিজেদের উপর আস্থা রেখে আমরা বলতে বলতে পারি যে বাংলাদেশকেও আমরা হারিয়ে দেব। আরিফ শেখ এর আগে বাংলাদেশকে হারিয়ে দেয়ার উদাহরণ টানেন।

২০০২ যুব বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দেয় নেপাল। এই আত্মবিশ্বাসের জেরে তিনি বলেন, কোয়ার্টার ফাইনাল থেকে বাংলাদেশকে বিদায় করার মত সাহসী কথা।

২০০২ যুব বিশ্বকাপের ম্যাচটিকে উদারহরণ হিসাবে টানা যায়। সে সময় নেপালের বোলিং আক্রমণে বিধ্বস্ত হয় আশরাফুলরা। ১৫৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

২৩ রানে সেবার জয় পায় নেপাল। বাংলাদেশের উন্নতির সাথে আরিফ টানেন নিজেদের উন্নতির কথা। এশিয়ার পুচকে দেশটি এবারের আসরে ফের হুমকি দিয়েছে।

আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ মাঠে নামবে আর এক পুচকে দেশ নামিবিয়ার বিপক্ষে। এই ম্যাচটির ফলাফল কি হয় সেটা দেখার অপেক্ষা এখন।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে