সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৭:৫৬

যুব বিশ্বকাপে ঋষভের দ্রুততম ফিফটি

যুব বিশ্বকাপে ঋষভের দ্রুততম ফিফটি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে চলমান যুব বিশ্বকাপে সোমবার নেপালের ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ট্রেভন গ্রিফিথের ওয়ানডে দ্রুততম ফিফটি হাকাঁনোর রেকর্ডটি ভেঙে চুরমার করে দিয়েছেন ভারতীয় যুব ক্রিকেট দলের ঋষভ পান্থ।

সোমবার মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ঋষভ তার অর্ধশতক পূর্ণ করেন মাত্র ১৮ বলে। এতে তিনি ভেঙে দেন ক্যারিবীয় তারকা ট্রেভন গ্রিফিথের রেকর্ডটি।

এর আগে ২০০৯-১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৯ বলে ফিফটি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ট্রেভন গ্রিফিথ। দীর্ঘ পাঁচ বছের পর তার এই রেকর্ড ভেঙে দেন ভারতীয় ১৮ বছরের তরুণ ব্যাটসম্যান ঋষভ পান্থ। তবে এদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ে নেপালের বিপক্ষে ভারত বিশাল ব্যবধানে জয় পায়।

ঋষভ পান্থ আউট হওয়ার আগে ২৪ বলে ৭৮ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। নেপালের বিপক্ষে ম্যাচে ৯টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান ঋষভ পান্থ। এতে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ৫০ রান পূর্ণ হয় মাত্র ৩.৫ ওভারে। ইনিংসের ৭.৩তম ওভারে দলীয় ১০০ রানের কোঠায় পৌঁছে ভারতীয়রা।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে