স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে বাকযুদ্ধও। এবার মুখ খুলেছেন টাইগার ক্রিকেটার। কারও কোনো কথায় কান দিতে নারাজ বাংলাদেশ টিমের ক্রিকেটাররা।
নামিবিয়া নাকি এ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে এমন কথার পরে অস্বাভাবিক ভাবেই জবাব দেন টাইগার ক্রিকেটার শাওন গাজী। তিনি সাফ বলেছেন, কারও টাইম নেই, আমরাই বিশ্বসেরা দল।
২ মার্চ কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে মাঠে নামবে নামিবিয়া ও বাংলাদেশ। নামিবিয়া বাংলাদেশের জন্য হুমকি কিনা জানতে চাইলে শাওন গাজী বলেন, নামিবিয়াকে নিয়ে মোটেই ভাবছি না।
আমাদের কোনো চাপ নেই। তিনি বলেন, এটাকে বিশ্বকাপ হিসাবে আমরা দেখছি না। একটি সিরিজ হিসেবে দেখছি। শাওন গাজী বলেন, আমাদের অধিনায়ক মিরাজ ভাই বলেছেন, আমরা যেভাবে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলি সেভাবে খেলার জন্য।
শাওন বলেন, আমরা ফ্রি স্টাইলে খেলি আর এভাবে খেলেই সাফল্য পাব। ইনশাআল্লাহ-
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর