সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৬:৪৫

পিএসএলে টাইগারদের খেলা দেখাবে বাংলাদেশের যে টিভি-চ্যানেল

পিএসএলে টাইগারদের খেলা দেখাবে বাংলাদেশের যে টিভি-চ্যানেল

স্পোর্টস ডেস্ক: দুবাই ও শারজাতে আর তিনদিন পরই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের(পিএসএল)-এর প্রথম আসর।পাঁচটি দল নিয়ে সাজানো নতুন এ টুর্নামেন্ট শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এ টুর্নামেন্টে থাকছে ২৪টি ম্যাচ।

বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খেলবেন পেশোয়ার জালমি’র হয়ে। এছাড়াও েএ টুর্নামেন্ট খেলবেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান এবং টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। তারা দুইজনই খেলবেন করাচি কিংসে হয়ে।

উদ্বোধনী দিনে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্লাডিয়েটর্স। টুর্নামেন্টের বাকি দলগুলো হলো করাচি কিংস, পেশোয়ার জালমি ও লাহোর কালান্ডার্স।

বাংলাদেশে টেলিভিশনের পর্দায় দেখা যাবে বে-সরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টেলিভিশনে (জিটিভি)। এছাড়াও এ টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানি পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস আর জিও সুপার।
ইংল্যান্ডের প্রাইম টিভি, ভারতের টেন স্পোর্টস, শ্রীলঙ্কার টেন স্পোর্টস, সিএসএন ও আরব আমিরাতের ওএসএন।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে