স্পোর্টস ডেস্ক: ঘরের কাছে কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। তবে তার আগে ঘরের মাঠে এশিয়া কাপ। এবারই প্রথম টি-২০ ফরমেটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের আগে সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে আশানরূপ ফল না পাওয়ায় টাইগারদের বাড়তি নজর এখন নেটে।
বিশ্বকাপ ও এশিয়া কাপ সম্পর্কে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা বলেন, ‘প্রথমকিভাবে আমরা সবার সমস্যা নিয়ে আলাদা কাজ করছি। টি-টোয়েন্টির জন্য যতটুকু নিখুঁত চেষ্টা করা সম্ভব, তা আমরা সবটুকুই করবো।’
মাশরাফি আরও বলেন, ‘টি-২০ ফরমেট মোকাবেলার জন্য আমরা ইতিমধ্যেই ক্যাম্পে অনুশীলন শরুরু করেছি। আমাদের ক্যাম্প খুবই উপভোগ্য। পুরোটা সময় একসঙ্গে থাকায় অনেক কিছুতেই সুবিধা হয়েছে আমাদের।’
এদিকে দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, ‘আমরা যা যা করতে চেয়েছি, সবই করতে পেরেছি। অনুশীলনের দিক দিয়ে খুব ভালো ক্যাম্প হয়েছে। আশা করছি আমরা যদি এভাবে অনুশীলন ও খেলার মাঠে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো কিছু ঘটবে।
সূত্র: প্রথম আলো
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম