সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১২:৪৮

সেঞ্চরি একটি অথচ রেকর্ড তিনটি

সেঞ্চরি একটি অথচ রেকর্ড তিনটি

স্পোর্টস ডেস্ক: একটি মাত্র সেঞ্চুরিতে তিনটি রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়া সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। ভারতের বিপক্ষে চলতি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পেয়ে দলকে দায়িত্বশীল নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছে তিনি। তার এই সেঞ্চুরির ফলে তিনি এখন তিনটি রেকর্ডের মালিক হয়ে গেছেন।

ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেটের সব ফরম্যাটে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন।

রোববার সিডনিতে ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া তাদের হোয়াইটওয়াশ ঠ্যাকাতে পারেনি। বেশ দাপটের সাথে জিতেছে ভারত। দল হারলেও ওই ম্যাচে শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ড গড়েন ওয়াটসন। ব্যাট করতে নেমে শেষপর্যন্ত অপরাজিত থেকে ১২৪ রানের দারুন ইনিংস খেলেন তিনি।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওয়াটসনই ইতিহাসের একমাত্র সেঞ্চুরি করা ব্যাটসম্যান। এর আগে ২০১০ সালে, ক্রিস গেইল টিম ইন্ডিয়ার বিপক্ষে সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৮ রানে আউট হন।

এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ঘরের মাঠে একমাত্র সেঞ্চুরিয়ান এখন ওয়াটসনই। তার এই ১২৪ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ব্যাক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে