সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৩:৩৫

বির্তকিত সেই ঘটনায় আদালতে যাবেন নেইমার

বির্তকিত সেই ঘটনায় আদালতে যাবেন নেইমার

স্পোর্টস ডেস্ক: আগামীকাল আদালতে আত্মপক্ষ সমর্থন করতে হবে বার্সালোনার ফরোয়ার্ড ও ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক নেইমারকে। সান্তোস থেকে বার্সেলোনায় দলবদলের সময় আসল অঙ্কটা গোপন করে ঠকানো হয়েছে। নেইমারের বিরুদ্ধে মামলা করেছে ডিআইএস নামে একটি প্রতিষ্ঠান। সেই মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে আগামীকাল আদালতে যাবেন তিনি।

বার্সেলোনা ও নেইমারের বিরুদ্ধে অভিযোগ দলবদলে এই লুকোছাপার মাধ্যমে ১২.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে। কর ফাঁকির সঙ্গে জড়িত সকলকেই আনা হচ্ছে মামলার আওতায়। যেখানে বার্সেলোনার সভাপতি বার্তোমেউর বিরুদ্ধে ২ বছর ৩ মাস এবং সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে বার্সেলোনাকে ২২.২ মিলিয়ন জরিমানা চেয়েছেন কৌঁসুলিরা।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে