স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফল টেস্ট খেলোয়াড়দের শীর্ষ তালিকায় ব্রায়ান লারাদের সঙ্গে জড়িয়ে আছে শিবনারায়ণ চন্দ্রপলের নাম। টেস্টে অন্যতম সফল এই ব্যাটসম্যানকে এবার আনুষ্ঠানিক বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। এতো দিন তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছিল বোর্ড।
চন্দ্রপল দীর্ঘ ২২ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ১৬৪টি টেস্ট। সেঞ্চুরি করেছেন ৩০টি, ৫১.৩৭ গড়ে সর্বোচ্চ রান করেছেন ২০৩। তার মোট রান ১১ হাজার ৮শ ৬৭। টেস্ট ইতিহাসেই ১১ হাজার রান আর আছে মাত্র পাঁচজনের।
অন্যদিকে, ২৬৮ ওয়ানডেতে ৪১.৬০ গড়ে তাঁর সংগ্রহ ৮ হাজার ৭শ ৭৮ রান, আছে ১১টি সেঞ্চুরি। টি-টোয়েন্টি খেলেছেন ২২ টি। এত এত অর্জন যার, সেই চন্দরপলের অবসর ঘোষণাটা এসেছিল তিক্ততার মধ্যে। ২০১৫ সালের মার্চের পর আর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে সুযোগ মেলেনি।
এর আগে, চন্দরপলকে আনুষ্ঠানিক বিদায় দেওয়ার দাবিতে অনেক আগে থেকেই সোচ্চার কিংবদন্তি ব্রায়ান লারা। বিদায় বেলাতে চন্দরপল প্রাপ্য সম্মানটুকু পাননি দাবি করে লারা বলেছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা অন্যতম সেরা এক ক্রিকেটার বিদায় নিল, অথচ এই সংবাদ কজন জানে—সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’ বিদায়ী টেস্ট খেলিয়ে না হোক, অন্তত একটি সংবর্ধনার মাধ্যমে যেন চন্দরপলকে বিদায় দেওয়া হয়, সেই দাবিও তুলেছিলেন লারা। অবশেষে সেটা করতে রাজি হলো ডব্লুআইসিবি।
সূত্র: ইন্ডিয়া টুডে।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম