স্পোর্টস ডেস্ক: গত ২৭শে জানুয়ারি শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগ পত্র জমা দেন ক্লাবের সভাপতি ও এক সময়ের কৃতি ফুটবলার মনজুর কাদের। এরপর থেকে নানা মহলে তার পদত্যাগ করার কারণ নিয়ে শুরু হয় বিভিন্ন গুঞ্জুন। অবশেষে জানা গেল মনজুর কাদেরের পদত্যাগ রহস্য।
ঘনিষ্ঠজনদের দাবি বাফুফের সঙ্গে কয়েক মাস ধরে নানা বিষয়ে শেখ জামাল ক্লাবের একটা অঘোষিত লড়াই চলে আসছে। সর্বশেষ শেখ জামালের নয়জন খেলোয়াড়কে বাফুফে অন্য দলে ভাগবাটোয়ারা করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন কাদের। তার সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দীর্ঘ বন্ধুত্বের অবনতিও ঘটে এই সময়ে। এসবের জেরে শেষ পর্যন্ত কাদের সরে গেছেন।
তবে মনজুর কাদের পদত্যাগ করলেও এখনও তার পদত্যাগপত্রটি গৃহীত হয়নি। গতকাল এনিয়ে একটি সভা করে শেখ জামালের কর্তা ব্যক্তিরা। সভায় সর্বসম্মতিক্রমে মনজুর কাদেরের পদত্যাগপত্র গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় সংবাদ মাধ্যমে। সভা শেষে এনিয়ে কথা বলেন আশরাফ উদ্দিন আহাম্মেদ চুন্নু। তিনি বলেন, ‘আমরা কাদের ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আবেগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি। কাদের ভাই আমাদের কথা দিয়েছেন, তিনি আমাদের সঙ্গেই থাকবেন।’
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম