স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিচ্ছেন। তিন বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
সোমবার ম্যানচেস্টার সিটি নিজেদের এক বার্তায় নিশ্চিত করল এই সংবাদ। সেখানেই জানা গেল, আগামী মৌসুমেই সিটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে গার্দিওলাকে। চুক্তিটি হচ্ছে তিন বছরের জন্য। গত কিছুদিন আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে দুই পক্ষ। সেখানে সমঝোতা হওয়ার পরই জানিয়ে দেওয়া হলো সবাইকে।
ওই বার্তায় বলা হয়েছে, ম্যানুয়েল পেলগ্রিনির প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। দলের প্রতি তার অবদানে ম্যানসিটি কৃতজ্ঞ থাকবে। তবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী মৌসুম থেকে ক্লাবের দায়িত্ব নিচ্ছে পেপ গার্দিওলা।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম