সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪২:৪৭

একটি কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলিকে দলে রাখেননি বিসিসিআই

একটি কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলিকে দলে রাখেননি বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল৷ গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কার সাথে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল।

আসন্ন এশিয়া কাপের আগে প্রস্তুতির কথা ভেবেই এই সিরিজটি খেলবে টিম ইন্ডিয়া তাঁর আগে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে ১৫ জনের দল ঘোষণা করা হয়৷ ঘোষিত দলে সবচেয়ে বড় চমক বিরাট কোহলির বাদ পড়া৷ কারণ অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি। কিন্তু আসন্ন এশিয়া কাপ ও টি-িটোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দিয়েছেন জাতীয় নির্বাচকরা৷

বিরাটের পরিবর্তে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আইপিএলে চেন্নায় সুপার কিংসের হয়ে খেলা বাঁহাতি স্পিনার পাওয়ান নাগ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজের সময় আঙুলে চোট পাওয়া ভুবনেশ্বর কুমার রয়েছেন এ স্কোয়াডে। তার পাশাপাশি এ তালিকায় রয়েছেন ইনজুরিতে থাকা আর এক ব্যাটসম্যান মানিষ পান্ডে।

ভারতীয় দলের সদস্যরা হলেন, এমএস ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, মানিষ পান্ডে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হৃদিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত ভুমরা, আশিষ নেহরা, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার ও পাওয়ান নাগ।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে