স্পোর্টস ডেস্ক: আসন্ন এসএ গেমসে বাংলাদেশ মহিলা ফুটবল দলের সূচিতে হঠাৎ পরিবর্তন আনা হয়েছে। আফগানিস্তান নিজেদের পুরুষ ও নারী ফুটবল দলের নাম প্রত্যাহার করে নেয়ায় এবারের এসএ গেমসে অংশ নিচ্ছে পাঁচটি দেশ। তাই বাংলাদেশ মহিলা ফুটবল দলে পরিবর্তন এনেছে আয়োজক কমিটি।
আগের সূচি অনুযায়ী মহিলা ফুটবল দল গেমসের উদ্দেশ্যে ৪ ফেব্রুয়ারি রওয়ানা দেওয়ার পরিকল্পনা করেছিল। নতুন সূচির ফলে বাংলাদেশ দল বেশ বিপত্তির মধ্যে পড়েছে। মহিলা ফুটবলের ভেন্যু শিলংয়ে। শিলংয়ে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট নেই। ৪ ফেব্রুয়ারি বিকেলে গোহাটি পৌঁছানোর কথা মহিলা ফুটবল দলের। গৌহাটি থেকে শিলংয়ের সড়ক দূরত্ব প্রায় আড়াই থেকে তিন ঘন্টা। বিকেলে গোহাটি পৌঁছে রাতে শিলং গিয়ে পরের দিন সকাল সকাল সাড়ে নয়টায় ম্যাচ খেলা অনেকটাই অসম্ভব।
বাফুফে বিওএ'কে ৪ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ তারিখে মহিলা ফুটবল দলকে পাঠানোর অনুরোধ করেছে। তবে ঐ দিন অবশ্য অন্য ডিসিপ্লিনের জন্য বিমানের সিট সংরক্ষিত রয়েছে। এর পাশাপাশি বিওএ'কে বাফুফে আরেক চিঠিতে জানিয়েছে, পুরুষ ও মহিলা ফুটবল দলকে ফেরার সময় সড়ক পথে না এনে বিমানে আনার জন্য। বাফুফের চাহিদার পরিপ্রেক্ষিতে অবশ্য এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌছাতে পারেনি বিওএ।
মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন নতুন ফরম্যাটের চেয়ে ভ্রমণ ঝক্কি নিয়ে বেশি চিন্তিত। তিনি বলেন, 'নতুন ফরম্যাট সবার জন্যই সমান। সব দলকেই ভিন্ন পরিকল্পনা করতে হবে। নেপাল শক্তিশালী প্রতিপক্ষ। ৪ তারিখ রাতে পৌঁছে পরের দিন সকালে নেমে ভালো পারফরম্যান্স করাটা কঠিন হবে। এরপরেও আমরা ফাইনালে খেলার চেষ্টা করব।'
এর আগে, আফগানিস্তান নাম প্রত্যাহার করায় দুই গ্রুপ না করে আয়োজকরা রাউন্ড রবিন লিগ পদ্ধতি অনুসরণ করেছে। সেখানে পাঁচ দলের সবাই সবার সঙ্গে খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল ১৫ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে। ব্রোঞ্জের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে না। টেবিলে তৃতীয় স্থানে থাকা দল ব্রোঞ্জ পদক পাবে।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম