স্পোর্টস ডেস্ক: এফএ কাপের চতুর্থ রাউন্ডে ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে চেলসি। রোববার রাতে তারা দুর্বল প্রতিপক্ষ এমকে ডনসের বিরুদ্ধে এই জয় পায়।
এদিন, স্বাগতিকদের মাঠে প্রথমার্ধের ১৫ মিনিটেই লিড নেয় চেলসি। সফরকারীদের হয়ে এদিন প্রথম গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। তবে গোল উদযাপন শেষ হতে না হতেই ২১ মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরে ডনস।
এরপর ম্যাচের ৩২ এবং ৪৪ মিনিটে গোল করে অস্কার হ্যাট্রিক পূর্ণ করলে ৩-১ গোলে প্রথমার্ধ শেষ করে চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা মরিয়া ফুটবল খেলতে গিয়ে বিপদে পড়েন স্বাগতিকরা। নিজেদের ডি বক্সে চেলসির বেলজিয়াম তারকা হ্যাজার্ডকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি কিক থেকে ম্যাচের ৫৫ মিনিটে মৌসুমের প্রথম গোলটি করেছেন হ্যাজার্ড । ম্যাচের ৬২তম মিনিটে চেলসির হয়ে গোল ব্যবধান বাড়িয়ে ছিলেন বুরকিনা ফাসোর মিডফিল্ডার বেরত্রান্দ ত্রাওরে। এরপর নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময় খেলা হলে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম