সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৯:১৬

ধূলোয় মিশে গেল মুস্তাফিজের স্বপ্ন, আম ছালা সব শেষ!

ধূলোয় মিশে গেল মুস্তাফিজের স্বপ্ন, আম ছালা সব শেষ!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা আইকন মুস্তাফিজুর রহমানের জীবনে ঘটেছে অতীব কষ্টদায়ক ঘটণা। মুস্তাফিজ ভক্তদের জন্য উদ্বিগ্ন হওয়ার খবর।

বিশ্বতারকাদের সাথে টেক্কা দিয়ে আসছিলেন মুস্তাফিজুর রহমান। বড় বড় ব্যাটসম্যানদের হৃদয়ে ধুরু ধরু শুরু হয়ে যায় তার বোলিংয়ে। কিন্তু এবার ধূলোয় মিশে গেল মুস্তাফিজের স্বপ্ন।

কাঁধের আঘাতে এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি তিনি। সিনিয়র সতীর্থ তামিম, মুশফিক ও সাকিব পাকিস্তানের সুপার লিগে খেলতে যাবে আর চেয়ে চেয়ে দেখবেন মুস্তাফিজ।

মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভিন্ন পরিকল্পনা ছিল কিন্তু এখন শারীরিকভাবেই খেলতে অক্ষম মুস্তাফিজ। মুস্তাফিজের পিএসএল খেলার স্বপ্ন মিশে গেল ধূলোর মাটির সাথে!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবার বলেছিল মুস্তাফিজের পিএসএল খেলার জন্য কোনো বাধা নেই। পরে বিসিবির পক্ষ থেকে বলা হয় মুস্তাফিজকে যেতে না দেয়া হলে তাকে পারিশ্রমিক দেয়া হবে।

কিন্তু এখন যেন আম ছালা সবই যাচ্ছে মুস্তাফিজের। আর সেটা হলে এত কষ্ট কোথায় রাখবেন তিনি?
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে