স্পোর্টস ডেস্ক: দুবাই ও শারজাতে আর তিনদিন পরই শুরু হচবে পাকিস্তান সুপার লিগের(পিএসএল)-এর প্রথম আসর।পাঁচটি দল নিয়ে সাজানো নতুন এ টুর্নামেন্ট শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এ টুর্নামেন্টে খেলতে দুবাই যাচ্ছেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার।
তারা হলেন, বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে আজ রাতে ১ জন ও আগামীকাল ২ জন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন।
সোমবার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের। পিএসএলে তিনি খেলবেন পেশোয়ার জালমিরের হয়ে।
সাকিব আল হাসান ও মুশফিকের যাওয়ার কথা রয়েছে মঙ্গলবার ফ্লাইটে। তারা দুইজন খেলবেন করাচি কিংসের হয়ে। বিসিবির ছাড়পত্র না পাওয়ায় এ টুর্নামেন্টে খেলতে পারছেন না ফর্মে থাকা বাংলাদেশি উদীয়মান বোলার মুস্তাফিজুর রহমান। তার খেলার কথা ছিল লাহোর কালান্দার্সের হয়ে।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস