সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৭:৫০

একসঙ্গে তিন স্পিনারকে দলে নিলো নিউজিল্যান্ড, কিন্তু কেন?

একসঙ্গে তিন স্পিনারকে দলে নিলো নিউজিল্যান্ড, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল সাধারণত দ্রুত গতির বোলার দিয়ে গঠন করা হয়। এই দেশগুলোর চূড়ান্ত একাদশে সাধারণত একজন প্রথমসারির স্পিনারকে দেখা যায়। কখনো কখনো দুজন। তবে নিউজিল্যান্ড আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তিনজন স্পিনারকে দলে ভিড়িছে।

স্পিনাররা উপমহাদেশের মাটিতে বরাবরই সুবিধা পায়। আর সে কথা মাথায় রেখেই টি-টোয়েন্টি বিশকাপের জন্য দল সাজিয়েছে নিউজিল্যান্ড দল। আর এ জন্য সদ্য ঘোষিত ১৫ সদস্যের এই দলে নেয়া হয়েছে তিনজন প্রথম সারির স্পিনারকে। এরা হলেন অফস্পিনার নাথান ম্যাককুলাম, লেগ স্পিনার ইশ সোধি এবং লেফট-আর্ম অর্থোডক্স অলরাউন্ডার মিচেল সানটনার।

এছাড়া নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাওয়ায় কেন উইলিয়ামসনকে করা হয়েছে অধিনায়ক।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, মিশেল ম্যাকক্লেনেঘান, কোলিন মুনরো, ন্যাথান ম্যাককালাম, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, মিশেল সান্টনার, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর।
১ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে