স্পোর্টস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির পাসপোর্টের দৃশ্য পোস্ট করার দায়ে এক পুলিশ সদস্যকে এক মাসের জন্য কারাদন্ড দিয়েছেন দুবাইয়ের একটি আদালত।
দি গালফ নিউজ নামের একটি দৈনিক পত্রিকা তাদের ওয়েবসাইটের রিপোর্টে বলেছে, জে জে সাংকেতিক নামের ওই পুলিশ সদস্যকে টেলিযোগাযোগ মাধ্যমের অপব্যবহারের জন্য তিরস্কারও করা হয়েছে। শেষ পর্যন্ত তিনি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং নিজের স্মার্ট ফোনের মাধ্যমে মেসির পাসপোর্টের ছবি সম্বলিত ভিডিও ¯œ্যাপচ্যাটের মাধ্যমে আপলোড কারার ঘটনাটি ভুল হয়েছে বলে জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ডিসেম্বরে। যখন মেসি শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্লোব সকার এওয়ার্ড গ্রহণের জন্য দুবাই বিমানবন্দরে অবতরণ করেছিলেন। এ সময় আমিরাতের ওই পুলিশ মেসির সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন। তবে ওই তারকা ভ্রমণজনিত ক্লান্তির কারণ জানিয়ে তাতে রাজি হননি।
পুলিশ সদস্যটি ওই দৈনিকটিকে বলেন, ‘তখন আমি পাসপোর্ট নিয়ন্ত্রণ ডেস্কে গিয়ে জানাই যে, মেসির পাসপোর্টটি সেখানে ফেলে গেছেন। এরপর আমি পাসপোর্টটি নিয়ে সেটি ভিডিও করি। যেখানে দেখা গেছে, আমি তার পাসপোর্টটি ধরে আছি।-বাসস
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস