স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে যুব বিশ্বকাপ খেলতে এসে গ্রুপের শুরু থেকে হারতে হারতে অনেকটাই দিশেহারা হয়ে পড়ে যায় নিউজিল্যান্ড ও আফগানিস্তান অর্নূধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়রা। অবশেষে সোমবার গ্রুপের শেষ ম্যাচে এসে কপাল খুলো তাদের।
গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই শেষে বড় জয় পায নিউজিল্যান্ড।এদিকে, ‘বি‘ নিজেদের শেষ ম্যাচে সান্তনার জয় পেয়েছে আফগানিস্তান। সোমবার আফগানরা জয় পায় আইসিসির অপর সহযোগী দেশ কানাডার বিপক্ষে। কিউই-আফগান উভয় দলই জয় দেখে চার উইকেটে। ‘ডি’ গ্রুপে টানা দুই হার নিয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।
সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী মাঠে ২১৩ রানের টার্গেটে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ নিয়ে এক সময় ক্রিজে ব্যাট হাতে ধুকছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে পঞ্চম উইকেটে ফিন অ্যালেন ও ডেল ফিলিপসের ১৪১ রানের জুটিতে বিপদ কাটে কিউইদের। অ্যালেন ৯৭ ও ফিলিপস করেন ৫৮।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস