স্পোর্টস ডেস্ক: শনিবার আতলেতিকো দে মাদ্রিদ বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামানে বার্সেলোনার সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। আর সেই ম্যাচেই মেসির বাঁ পা লক্ষ্য করে আতলেতিকোর ডিফেন্ডার ফিলিপ লুইজ আঘাত করেন। এরপর লুইজের পা চালানোর ঘটনা নিয়ে আলোড়িত গোটা ফুটবলবিশ্বে। ম্যাচের পর বার্সেলোনা ম্যানেজার লুইস এনরিকে যেমন ক্ষোভ প্রকাশ।
এদিন এনরিকে সংবাদ সম্মেলের জানান, লুইজ যে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মেসিকে আঘাত করতে গিয়েছিলেন তা টেলিভিশন রিপ্লে-তে স্পষ্ট ধরা পড়েছে। মেসিকে জখম করার নির্দেশই কি তাঁর ফুটবলারদের দিয়েছিলেন আতলেতিকো দে মাদ্রিদ ম্যানেজার দিয়েগো সিমেওনে?
তবে আতলেতিকো দে মাদ্রিদ ম্যানেজার দিয়েগো সিমেওনে বলেছেন, ‘‘ম্যাচের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে। রেফারি শাস্তিও দিয়েছেন। আমার লুইজের প্রতি বিরক্ত হওয়ার প্রশ্ন ওঠে না। আমি দলের ফুটবলে গর্বিত!
শনিবার ম্যাচের এ ঘটনার পর মেসি ভক্তরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র ভাষায় নিন্দা জানান সেই লুইজকে। মেসির এক ভক্ত টুইট করেছেন, বেচারা লুইজের জন্য খারাপ লাগছে! ও মেসিকে আহত করতে চেয়েছিল, কিন্তু এটা জানত না যে, কোনও মানুষ ঈশ্বরকে ছুঁতে পারে না’!
অন্য এক সমর্থকদের টুইট,‘২০১০ সালে র্যামোসের পর এত বিশ্রী ট্যাকল মেসিকে কেউ করেনি। লুইজ যেন লিও’কে খুন করার লাইসেন্স নিয়ে মাঠে নেমেছিল!
ম্যানেজার এনরিকের মন্তব্য, ‘‘ওই ঘটনার পর আপনারা কি আমার প্রতিক্রিয়া দেখেছেন? যদি দেখে থাকেন, তাহলে সহজেই অনুমান করতে পারেন আমার মধ্যে সেই মুহূর্তে কী চিন্তা কাজ করছিল। তিনি আরো বলেছেন, এই ঘটনায় আমি মানসিকভাবে খুবই আঘাত পেয়েছি। তথ্যসুত্র-এবেলা
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস