মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১১:৩৪

টাইগারদের আক্রমণে প্যাবিলিয়নে আশ্রয় নিচ্ছেন নামিবিয়ার ক্রিকেটাররা

টাইগারদের আক্রমণে প্যাবিলিয়নে আশ্রয় নিচ্ছেন নামিবিয়ার ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : আসরে অঘটন ঘটানো নামিবিয়ার উপর চড়াও হয়েছেন বাংলার টাইগাররা। কক্সবাজারের শেষ কামাল স্টেডিয়ামে যা ঘটেছে তাই এখন ক্রিকেট ভূবনের টপ নিউজ।

বার্ঘের গর্জণে কোনো কূলই পাচ্ছে না নামিবিয়া। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে কথার ঝুলঝুড়ি ছিল নামিবিয়ার অধিনায়ক ও কোচের কন্ঠে।

বাংলাদেশকে মোটেই সমীহ করে কথা বলেননি তারা। কিন্তু মাঠের লড়াইয়ে দেখা যায় বিপরীত চিত্র। টাইগারদের আক্রমণে একে একে প্যাবিলিয়নে আশ্রয় নিচ্ছেন নাবিবিয়ার ব্যাটসম্যানরা।

সর্বশেষ রিপোর্টে বিদায় নিয়েছেন দুই ওপেনার ও দলের ২ মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৫ ওভারের খেলা শেষে ৪২ রান করেছে নামিবিয়া।

শাওন গাজী ও সাইফুদ্দিন জ্বলে উঠেছেন বল হাতে। ধামাকা দেখাচ্ছেন প্রত্যেকে। আর তাতে ব্যাট হাতে ধুঁকছে নামিবিয়ার শিশুজাত ক্রিকেটাররা!
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে