স্পোর্টস ডেস্ক : লম্বা নির্বাসন কাটিয়ে মোহাম্মদ আমির এখন পাকিস্তানের দলে। পাকিস্তানের হয়ে ভালো খেলছেন মোহাম্মদ আমির।
উইকেট শিকারি বোলার হিসাবে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি। আমিরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তিতে আনছে।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া জানায়, মোহাম্মদ আমিরের সাথে শিগগিরই চুক্তি করবেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি শাহারিয়ার খান।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান আশানুরুপ সাফল্য না পেলেও আমির ছিলেন উজ্বল। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আমিরের বিষয়ে বোর্ডের কাছে সুপারিশ করেছে।
আর তাতে পাকিস্কানের ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘ দিনের চুক্তি সারছেন মোহাম্মদ আমির। জানা যায় সি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আমির।
আর তাতে আমিরের মাসিক বেতন হতে যাচ্ছে দুই লাখ টাকা। এক সপ্তাহের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে বলে ধারনা করা হচ্ছে।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর