স্পোর্টস ডেস্ক : সালেহ আহমদ শাওন জ্বলে উঠেছেন কক্সবাজারের স্টেডিয়ামে। যে ম্যাচটিকে বাংলাদেশের বিশ্বকাপ বলা হয়ে থাকে সেই ম্যাচে নিজেকে উজাড় করে দিয়েছেন বাংলাদেশ টিমের অধিনায়ক মেহেদি হাসান মিরাজও।
দাপট কাকে বলে? সেটা এরই মধ্যে দেখিয়েছে টাইগার বাহিনী। নামিবিয়ার অবস্থা খুবই শোচনীয়। তাদের মেরুদন্ড বেশ আগেই ভেঙে দিয়েছেন দুই টাইগার ক্রিকেটার।
সর্বশান্ত হচ্ছে টাইগারদের আক্রমণে। মাঠে নামার আগে মেহেদি হাসান মিরাজ দলের সবাইকে বলেছেন স্বাভাবিক ক্রিকেট খেলার জন্য।
শাওন গাজী বলেছিলেন আমরা কোনো চাপ নিচ্ছি না। নামিবিয়াকে মোটেই হুমকি হিসাবে দেখছিনা। যেই কথা সেই কাজ বলে একটি কথা রয়েছে।
তবে অন্তত এদিনের লড়াইয়ের চিত্রটা বলছে কথার চেয়ে কাজ বেশি করেছে টাইগাররা। শাওনের বোলিং ক্যারিশমায় অবাক হবেন যে কেউ।
রিপোর্ট মোতাবেক হালিম বাদে দলের সবাই উইকেট শিকার করেছেন। শাওন পেয়েছেন সর্বোচ্চ দুটি উইকেট। নামিবিয়ার মেরুদন্ড ভেঙে দেয়ার মূল নায়ক শাওন গাজী।
২৭ ওভার খেলা শেষে ৭ উইকেট নেই নামিবিয়ার। আর দলীয় রান মাত্র ৫৯। শাওন ৮ ওভার বল করে মাত্র ১০ রান দিয়েছেন।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর