মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১২:২৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছেন ২৫ বছরের তারকা, তোলপাড়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছেন ২৫ বছরের তারকা, তোলপাড়

স্পোর্টস ডেস্ক : এবারের যুব বিশ্বকাপে চমক দেখিয়ে নজর কেড়েছে নেপাল। নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডকে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আলাদা করে নজর কেড়েছেন দলটির অধিনায়ক রাজু রিজল। চারদিকে নেপাল আর রিজলকে নিয়ে যখন প্রশস্তিগাথা, সেই সময় উঠল গুরুতর অভিযোগ।

মুম্বাইয়ের রঞ্জি খেলা এক ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, রিজল এই বিশ্বকাপ খেলছেন কী করে। তার বয়স ১৯ কিংবা এর কম হওয়ার প্রশ্নই আসে না। কৌস্তুব পাওয়ার নামের সেই ক্রিকেটারের দাবি, রিজলের বয়স ২৪-২৫ বছরের মধ্যে! শুধু বয়স নয়, রিজল নামও লুকিয়েছেন বলে দাবি পাওয়ারের!

কাল ভারতের সঙ্গে ম্যাচ ছিল নেপালের। এমন সময় ফেসবুকে পাওয়ার এই অভিযোগ এনে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হ্যাশ ট্যাগ ব্যবহার করে পাওয়ার লিখেছেন: ‘#সেভক্রিকেট’, ‘#শেম’। একসঙ্গে মুম্বাইয়ের ক্রিকেটে খেলেছেন দাবি করে পাওয়ারের বক্তব্য, ‘মুম্বাইয়ের হয়ে আমরা অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে এক সঙ্গে খেলেছি।

আর এখন ও নেপালের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক! অথচ আমাদের সে দলের সবার​ বয়স এখন ২৪-২৫। মুম্বাইয়ে সে রাজু শর্মা, আর নেপালে গিয়ে রাজু রিজল! ক্রিকেটকে বাঁচান। কী লজ্জার!’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে আলোচনায় আসে নেপাল ও দলটির অধিনায়ক। সেই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন রিজল। দলটির সেরা ব্যাটসম্যান, উইকেটরক্ষকও তিনি।

যেন এমএস ধোনির নেপালি সংস্করণ। দলটির ম্যানেজার রিজলকে ‘ক্যাপটেন কুল’ হিসেবেও আখ্যা দেন মিডিয়ায়। রিজলের অফিশিয়াল রেকর্ড অনুয়ায়ী তিনি ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর নেপালের ধাঙ্গা​ড়িতে জন্মেছেন।

এমন অভিযোগের ব্যাপারে রিজলের বক্তব্য, ‘এ ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। আমি সোশ্যাল মিডিয়ায় নেই। এ ব্যাপারে তাই কোনো মন্তব্য করতে পা​রছি না।’

রিজল অভিযোগটি এড়িয়ে গেলেও এ নিয়ে ফেসবুকে কিন্তু ভালোই শোরগোল চলছে। দেখা যাক আইসিসি এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়। বয়স ভাড়িয়ে এ ধরনের টুর্নামেন্ট খেলার অভিযোগ অবশ্য পুরোনো। যদিও বয়স লুকানোর সেই প্রবণতা এখন অনেকটাই কমে এসেছে।-প্রথম আলো
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে