স্পোর্টস ডেস্ক : ম্যাচের ২০ মিনিটে মাঝমাঠের একটু উপরে বল পেয়ে উল্কার গতিতে সামনে ছুটলেন লিওনেল মেসি। তাকে আটকাতে ঘিরে ফেলেন প্রতিপক্ষের চারজন। কিন্তু তারা কাছাকাছি আসার আগেই আচমকা শট নিলেন মেসি। প্রায় ৩২ গজ দূর থেকে নেওয়া সেই মাটি কামড়ানো শট গোলকিপারকে ফাঁকি দিয়ে খুঁজে নিল জাল।
পিএসজি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ইন্টার মায়ামির হয়ে খেলা ছয় ম্যাচেই গোল পেলেন আর্জেন্টাইন জাদুকর। জয়যাত্রা চলছে তার দলেরও। বাংলাদেশ সময় বুধবার ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নকে তাদের মাঠে ৪-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে উঠল মেসির ইন্টার মায়ামি। মায়ামির বাকি তিন গোল হোসেফ মার্তিনেজ, জর্দি আলবা ও দাভিদ রুইজের।
ছয় ম্যাচে নয় গোল করে মেসি এখন মায়ামির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা! মেসির জাদুর ছোঁয়ায় রাতারাতি বদলে যাওয়া দলটি এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল। সেই সুবাদে প্রথমবার তারা মহাদেশীয় টুর্নামেন্ট কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রোববার ভোরে লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে মায়ামি। সব মিলিয়ে মেসির ক্যারিয়ারের ৪২তম ফাইনাল এটি। টানা ছয় ম্যাচে গোল করে দলকে ফাইনালে তুলে মেসি এখন যুক্তরাষ্ট্রে নিজের প্রথম শিরোপার অপেক্ষায়, ‘লক্ষ্যে পৌঁছতে আর একটি স্টেশন বাকি।’
এদিকে নিজের ফুটবল জাদু দেখিয়ে যুক্তরাষ্ট্রকে বুঁদ করে রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরই ধারাবাহিকতায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে সেমিফাইনালে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে ক্লাবটি।