মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৯:৫৯

যুব বিশ্বকাপে রেকর্ড গড়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন টাইগার মিরাজ

যুব বিশ্বকাপে রেকর্ড গড়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন টাইগার মিরাজ

স্পোর্টস ডেস্ক: এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা যেন রেকর্ড গড়ার জন্যেই মাঠে নেমেছেন। আগের ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডের পর এবার সবচেয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটিও নিজের করে নিলেন টাইগার ক্রিকেটার।

মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে একটি উইকেট নিয়েই সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের এই রেকর্ড নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য সম্মান বয়ে এনেছে। মিরাজের উইকেট সংখ্যা এখন ৭৩। আর একটি উইকেট নিলে তিনি এককভাবে বিশ্বের সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারের কৃর্তী গড়বেন।
 
এর আগে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটি ২০০৮ সাল থেকে পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিমের দখলে ছিল। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোট ৭৩টি উইকেট শিকার করেছিলেন তিনি।
২ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে