স্পোর্টস ডেস্ক : হঠাৎ বিয়ে কিংবা গোপনে বিয়ের উদারহরণ কম নয় ক্রিকেটারদের মধ্যে। ভারতের এক তারকা ক্রিকেটার হঠাৎ করেই বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পক্ষব্যাপী লড়াই শেষে ভারতের ক্রিকেটাররা যখন খানিকটা বিশ্রামে তখনই সেরে ফেলেছেন বিয়ের কাজ।
মঙ্গলবার বাল্যকালের প্রেমিকাকে বউ করে ঘরে তুললেন ভারতের জাতীয় ক্রিকেট টিমের তারকা বরুণ অ্যারন। পেস আক্রমণে বারুদের মতো জ্বলে ওঠার অভ্যাস বরুণের।
তিনি জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দীর্ঘদিনের প্রেমিকা রাগিনির সাথে। ভারতের জামসেদপুরের কোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা দুইজন।
জানা যায়, নিজেদের সিদ্ধান্তে এই বিয়েতে উপস্থিত ছিলেন কেবল তাদের বন্ধু বান্ধবরা। তবে পরিবারের তেমন কোনো বাধা নেই তাদের বিয়েতে।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর