স্পোর্টস ডেস্ক : মঙ্গলবারের প্রভাতই বাংলাদেশের জন্য বয়ে আনে সুখকর বার্তা। দেশের ক্রিকেট ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে আজকের (মঙ্গলবার) দিনটি।
নামবিয়াকে নিয়ে বাংলাদেশ যেমন খেলছে তাকে হুঙ্কার চলে গেছে বড় বড় ক্রিকেট শক্তির কাছে। চলমান বিশ্বকাপে কোনো দেশকে সবচেয়ে কম রানে গুটিয়ে দেয়ার রেকর্ড বাংলাদেশের।
৬৫ রানে নামিবিয়াকে অলআউট করার পরে ব্যাটিংও তাদের উচিৎ জবাব দিচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের সুবাধে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
নানা রেকর্ডের ম্যাচে নামিবিয়ার বোলারদের শাসন করার কাজটা করে যাচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। তবে লক্ষ্য মাত্র ৬৬ রানের।
সর্বশেষ রিপোর্টে ৪২ রান করেছে বাংলাদেশ। আর তাতে বিশাল জয় আসছে টাইগার শিবিরে। টুর্ণামেন্টের এ গ্রুপে চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ।
ওভারের ব্যবধানে জয় ধরলে এই ম্যাচে সবচেয়ে বড় জয় পাওয়ার পথে রয়েছে টাইগাররা। শান্ত ও শেখ ব্যাট হাতে জয়ের পথে এগিয়ে যাচ্ছেন।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর