মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৭:৩৯

বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, আইসিসি দিয়েছে নতুন এক সুখবর

বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ,  আইসিসি দিয়েছে নতুন এক সুখবর

স্পোর্টস ডেস্ক : নিমিষেই উড়ে গেল যুব বিশ্বকাপে চমক দেখানো দল নামিবিয়া। টাইগারদের তোপে যেন ক্রিকেট খেলাই ভুলে যায় নামিবিয়ার ক্রিকেটাররা।

বাংলাদেশ নামিবিয়াকে শুধু বিশাল ব্যবধানে পড়াজিতই করেনি তাদের ক্রিকেট শিখিয়েছে। কিভাবে বল ও ব্যাট করতে হয় সেটা ভালো করেই শিখেয়েছেন বাংলাদেশের তরুণ বোলার ও ব্যাটসম্যানরা।

৮ উইকেটে ৩৪ ওভার হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এই জয়ের সুবাধে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম।

একই সাথে বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়ার জন্য একটি সুখবর দিয়েছে আইসিসি। আর সেটি হলো কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ নেপালের সাথে দেখা হবে বাংলাদেশের।

এশিয়ার পুচকে দেশ নেপালের অবস্থাও ছিল নামিবিয়ার মত। আর এই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সেফিনাইলের টিকিট কাটতে কোনো বেগ পাওয়ার কথা নয় বাংলাদেশের।

আসরে বাংলাদেশ এখনই শিরোপা জয়ের দিক থেকে এগিয়ে রয়েছে। চারটি গ্রুপ থেকে চারটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশের মত দাপট দেখাতে পারেনি কোনো দেশ।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে