মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩৮:১৫

দেশের জন্য নয়, তামিম মাঠ কাঁপাবেন বিদেশি ক্রিকেটার হয়ে

দেশের জন্য নয়, তামিম মাঠ কাঁপাবেন বিদেশি ক্রিকেটার হয়ে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সামনে এশিয়াকাপের চ্যালেঞ্জ। দেশের সেরা ওপনার তামিম ইকবালকে হারাচ্ছে বাংলাদেশ।

তামিমের যায়গায় দেশের ওপেনার ব্যাটসম্যান কাকে করা হবে এই নিয়ে চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের হয়ে ঠিকই খেলবেন না তামিম ইকবাল।

তবে তিনি খেলবেন বিদেশি ক্রিকেটার হয়ে। সোমবার রাতেই পাকিস্তানের সুপার লিগে খেলার জন্য উড়াল দেয়ার কথা ছিল তামিম ইকবালের।

পাকিস্তানের বড় তারকা আফ্রিদির দলে বিদেশি ক্রিকেটার হিসাবে খেলবেন তামিম। যায়গা ওপেনিংয়েই। তবে দেশের মাটিতে এশিয়াকাপে খেলতে চাননা তামিম ইকবাল।

তামিমের সন্তান হবে ফ্রেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চের দুই এক দিনের মধ্যে। এই লক্ষ্যে তামিম দেশের হয়ে খেলবেন না।

কিন্তু এর আগে বিদেশি লিগে ঠিকই খেলবেন। ২০১৫ বিশ্বকাপের সময় জন্ম নেয় ভারতের ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির।

ধোনি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন। সুদূর অস্ট্রেলিয়ার মাটিতে ছিলেন ধোনি। জিভার জন্ম হয় তখন। ধোনির স্ত্রী সাক্ষী সামাল দেন সবকিছু।

ধোনি ছাড়াও দেশপ্রেমের অনেক উদাহরণ রয়েছে। স্ত্রীর কারণে কয়েকদিন আগে অনুশীলনেও অগারগতা প্রকাশ করেন তামিম।

ছুটি চেয়ে এশিয়াকাপ না খেলার জন্য আবেদন করে রেখেছেন তামিম। মঙ্গলবার মুশফিক ও সাকিবের সাথে বিমানে উঠবেন তামিম ইকবাল।

লক্ষ্য আরব আমিরাতে আফ্রিদির পেশোয়ার জালমির সাথে যোগ দেয়ার। উড়াল দেয়ার আগে গণমাধ্যমকে তামিম বলেছেন, ওখানে খেলার মজাই আলাদা। এখন খুব ভালো লাগছে।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে