মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১৫:১১

পলিথিন মেসির সাথে লিওনেল মেসির সাক্ষাত নিয়ে জটিলতা

পলিথিন মেসির সাথে লিওনেল মেসির সাক্ষাত নিয়ে জটিলতা

স্পোর্টস ডেস্ক : কপাল খুলে যেতে সময় লাগে না। ফুটবলের সেরা তারকা লিওনেল মেসি যা বলেছেন তা এখন ফুটবল বিশ্বের ভাইরাল।

কয়েক দিন আগে একটি শিশু নজর কেড়ে নেয় ফুটবল দুনিয়ার। আফগানিস্তানের শিশু আহমাদি কিভাবে পলিথিনের মেসি হয়ে ওঠেন সে গল্প হয়তো এরই মধ্যে সবার মুখস্ত।

দরিদ্র পরিবারের সন্তান আহমাদিকে দেখতে আসার জন্য চূড়ান্ত পরিকল্পনা নিয়েছেন লিওনেল মেসি। আফগানিস্তানের ফুটবল ফেডারেশন গণমাধ্যমকে জানান, মেসি শিশু আহমাদির সাথে দেখা করার কথা বলেছেন।

মেসি আমাদের কাছে এই বিষয়ে তার ইচ্ছার কথা জানিয়েছেন। সরকারের কাছে গড়িয়েছে বিষয়টি। আফগানিস্তানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, কিভাবে এই সাক্ষাৎ হবে সেটা চূড়ান্ত করা হয়নি।

মেসি জানিয়েছেন, তিনি ওই পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবেন। প্রসঙ্গত, আফগানিস্তানের ওই শিশু মেসি ভক্ত।

তিনি পরিবারের কাছে দাবি করেন মেসির একটি জার্সি। পরে তার বড় ভাই পলিথিন দিয়ে একটি জার্সি বানিয়ে দেন।

ওই জার্সিতে লেখা রয়েছে ‘মেসি’একই সাথে মেসির জার্সির নাম্বার ‘১০’। বিষয়টি জানার পরে হতবাক হয়ে যান মেসি নিজেই। পরে সিদ্ধান্ত নেন শিশটির সাথে দেখার করার।

আর এখন বেশ জটিল প্রক্রিয়ায় তাদের সাক্ষাৎ। আফগান সরকারের কাছেও গড়িয়েছে বিষয়টি। আফগানিস্তানের সরকার ও ফুটবল ফেডারেশন এখন এই বিষয় নিয়ে ভাবছে।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে