স্পোর্টস ডেস্ক: ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির দীর্ঘদিনের বন্ধু সুরেশ রায়েনা। দুইজনে একই সাথে অনেকদিন খেলেছেন একই টিমে।
জাতীয় দল ও আইপিএলে এক সাথে খেলেছেন তারা দুই জন। কিন্তু এখন মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবেন তারা। আইপিএল টানা আটবার এক সঙ্গে খেলেছেন তারা।
কিন্তু নবম আইপিএলে দেখা যাবে অন্য চিত্র। আইপিএলে রাজকোট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সুরেশ রায়েনা। পুনের অধিনায়ক ধোনি। এবার লড়াইয়ের মাঠে পাল্টাপাল্টি অবস্থানে দেখা যাবে তাদের।
রায়েনার দলের নাম রাখা হল 'গুজরাট লায়ন্স'। এক অনুষ্ঠানে রাজকোটের মালিক কেশভ বনসল জানান এই বিষয়।
এই দলের কোচ করা হয়েছে ব্রাড হজকে। আইপিএলের এই নতুন দলে খেলবেন রবীন্দ্র জাদেজা, ব্র্যান্ডন ম্যাককালাম, জেমস ফকনার, ব্রাভোর মত বড় তারকারা।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর