মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫২:৩৬

সাকিব আল হাসানকে অতীব কষ্টদায়ক খবর দিয়েছে আইসিসি

সাকিব আল হাসানকে অতীব কষ্টদায়ক খবর দিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে ব্যাট ও বলে সমান পারফর্ম করেন সাকিব আল হাসান।

আর এই সাকিব আল হাসানকে একটি অতীব দুঃখজনক সংবাদ দিয়েছে আইসিসি। সাকিব আল হাসানের ফ্যানদের জন্যও দুঃখজনক খবর এটি।

আইসিসিতে ইতিহাসের প্রথম মানুষ হিসাবে একই সাথে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডের অলরাউন্ড নৈপুণ্যে নাম্বার ওয়ান হন সাকিব।

সাকিব কয়েকদিন আগে হারান এই চেয়ার। টেস্টে সেরা অবস্থান থেকে সরে পড়েন সাকিব। তবে এবার তার অবনমন হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটেও।

৩৬৩ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান অলরাউন্ডার এখন শেন ওয়াটসন। ৩৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সাকিব।

৩৩০ পয়েন্ট নিয়ে সাকিবের পরে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি। সাকিব এখন কেবল ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানে রয়েছেন।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে